গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার সকালে বগুড়ার গাবতলীতে স্থায়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক মেলার পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের বৈজ্ঞানিক কর্মকর্তা মেহেদী হাসান এবং মাশরাফিন বিন মর্তুজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাসিল্যান্ড এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, মডেল থানার ওসি আশিক ইকবাল, কৃষি অফিসার মেহেদী হাসান এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম।
একাডেমিক সুপারভাইজার রাশেদা খানমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তাবৃন্দ। মেলায় মোট ২০টি ষ্টল প্রদর্শন করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com