মুহাম্মাদ আবু মুসাঃ গতকাল বগুড়ার গাবতলীতে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা। উপজেলা শিক্ষা অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, ইদ্রিস আলী প্রামানিক, শুভেন্দু সরকার, আশরাফ আলী, বুলবুল আহম্মেদ, নার্গিস পারভিন, আক্তার বানু, খোরশেদা নাসরিন, শিক্ষক নেতা এসএম খায়রুল ইসলাম, মোস্তফা কামাল স্বপনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। খেলা পরিচালনা করেন শিক্ষক হুমায়ন কবির, সানোয়ার হোসেন, আঃ সালাম, শফিকুল ইসলাম, রতন চন্দ্র রায়, ্আরিফুল ইসলাম, আমিনুল ইসলাম। খেলায় বালকদল উপজেলার গাবতলী সদর ইউনিয়নের পদ্মপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে দক্ষিনপাড়া ইউনিয়নের উজগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বালিকাদল দক্ষিনপাড়া ইউনিয়নের উজগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে সুখানপুকুর ইউনিয়নের পারকাকঁড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে প্রধান অতিথি আমিনুল ইসলাম মুক্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী বালক ও বালিকা দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com