মুহাম্মাদ আবু মুসাঃ গতকাল শুক্রবার বগুড়া গাবতলীর কাগইল হাইস্কুল মাঠে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ভিত্তিক মহিলা ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে।শেষে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানের সভাপতি জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল আলম খান রুমেন। অন্যান্যদের মধ্যে ছিলেন কাগইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান শামীম, যুগ্ম সম্পাদক মিলন মিয়া মেম্বার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিছার রহমান পাশা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বার, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ বাবু, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক বিপুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মিলন মোল্লা, কোষাধক্ষ্য মোয়াজ্জেম মোল্লা, ইউপি মেম্বার বাবলু মিয়া, হাসেন আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৬০মিনিটের খেলায় কোন পক্ষে গোল না হলে পরে ট্রাইবেকারে গড়ে। ৪-৫ গোলে ঢাকার কাছারিপাড়া দলকে হারিয়ে পঞ্চগড় জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উত্তেজনাপূর্ণ খেলায় হাজারো দর্শক উপভোগ করেছে। খেলায় ধারাভাষ্যকার ছিলেন রফিকুল ইসলাম, আবু মুসা, জামিল আহমেদ জয় মজনু। খেলা পরিচালনায় ছিলেন শফিকুল ইসলাম, আতাউর রহমান ও রতন দাস।
Leave a Reply