আল আমিন মন্ডল (বগুড়া)ঃ গতকাল সোমবার ১৭ই জুলাই২৩ইং বগুড়ার গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ইং উপলক্ষে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের সভাপতিত্তে¡ সভায় প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদা খানমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান, অধ্যক্ষ রেজাউল বারী, প্রধান শিক্ষক এমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, প্রভাষক ড. শফিকুল ইসলাম, শিক্ষার্থী শরিফুল ইসলাম ও মারজিয়া আকতার। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী মার্জিয়া আকতার (স্কুল), সোহেল রানা (মাদ্রাসা) ও লুতফা সুলতানা (কলেজ), শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আরেফা বেগম (স্কুল), প্রভাষক ড. শফিকুল ইসলাম (মাদ্রাসা) ও সহকারী অধ্যাপক ড. সাইফা সাদেকীন (কলেজ), শ্রেষ্ঠ স্কাউট রাকিবুল হাসান (স্কুল), আলিফ রহমান (মাদ্রাসা), গালর্স গাইড সুরাইয়া আকতার, রোভার স্কাউট আব্দুল বারী, বিএনসিসি ইব্রাহিম হাসান, শ্রেষ্ঠ স্কাউট গ্রæপ এমআর এম বিদ্যালয়, গালর্স গাইড উজগ্রাম পিন্টু উচ্চ বিদ্যালয়, রোভার গ্রæপ সৈয়দ আহম্মদ কলেজ, বিএনসিসি গ্রæপ গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক জুলফিকর আলী, রোভার লিডার সুশান্ত কুমার ঘোষ, গালর্স শিক্ষক রিংকুরাণী দেবী, বিএনসিসি শিক্ষক নীল কান্তী বিশ্বাস, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল) কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী মন্ডল, (মাদ্রাসা) ভান্ডারা পনিরপাড়া দাখিল মাদ্রাসার সুপার বেলাল হোসাইন ও (কলেজ) সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (স্কুল) গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়, (মাদ্রাসা) তরফসরতাজ ফাজিল মাদ্রাসা ও (কলেজ) সৈয়দ আহম্মদ কলেজ। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোমিনুল হক শিলু, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মজনু, সুপার মাহবুবুল আলম, সুপার তরিকুল ইসলাম, প্রভাষক নজরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, প্রধানগন এবং শিক্ষকবৃন্দ প্রমূখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com