মুহাম্মাদ আবু মুসাঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসন যথাযথভাবে পালন করেছে। বৃষ্টি স্নাত শ্রাবণের গুড়ি গুড়ি বর্ষনকে উপেক্ষা করে ফুলেল শ্রদ্ধা নিবেদন পরবর্তী উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সাব-রেজিস্টার আবুল বসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা সহকারী শিক্ষা অফিসারগণ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, ও সুধীজন।
Leave a Reply