1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

গাবতলীতে বসতবাড়ীর জায়গা নিয়ে বিরোধ, ফায়ার সার্ভিস কর্মীর বাড়ীঘর ভাংচুর ও লুটপাট

  • বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১২৫

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে বসতবাড়ীর জায়গা নিয়ে বিরোধের জের ধরে এক ফায়ার সার্ভিস সদস্যের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার সুখানপুকুর ইউনিয়নের আমতলীপাড়া (পোড়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভ‚ক্তভোগীর স্ত্রী।

জানা গেছে, গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের আমতলীপাড়া (পোড়াপাড়া) গ্রামের ছায়েদ জামানের ছেলে মামুনুর রশিদ মামুনের সঙ্গে প্রতিবেশী ও আত্মীয় মৃত মহির উদ্দিনের ছেলে মজিদ এবং পুটুর বসতবাড়ীর সামান্য জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে গতকাল বুধবার মজিদ এবং পুটু তাদের দলবল নিয়ে মামুনুর রশিদ মামুনের বাড়ীতে অনধিকার প্রবেশ করে পরিবারের লোকজনদের গালিগালাজ করতে থাকে। এতে নিষেধ করলে তর্কবির্তকের একপর্যায়ে প্রতিপক্ষরা এলোপাতারিভাবে মারপিট করে। এ সময় হামলাকারীরা মামুনুর রশিদ মামুনের বসতবাড়ী টিনসেট ঘরসহ টয়লেট, বাথরুম, টিউবওয়েল, মটর ভাংচুর করে প্রায় ৬০হাজার টাকার ক্ষতিসাধন করে।

এছাড়াও নগদ ৪৫হাজার টাকা, দের ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন, ১ভরি ওজনের হাতের দুটি চুড়ি, ৪আনা ওজনের হাতের দুটি আংকটি এবং ৪আনা ওজনের ১টি টিকলি লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় মামুনুর রশিদ মামুনের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পরপরই থানার এসআই সোহাগ আহম্মেদ এবং ডিএসবি অফিসার আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই সাহাদৎ হোসেন বলেন, লিখিত অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট