1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গাবতলীতে বিএনপি জামায়াতের মিছিল পিকেটিং, পুলিশের রাবার বুলেটঃ আটক ৫

  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩

বগুড়া প্রতিনিধিঃ সরকারের পদত্যাগ দাবীতে মঙ্গলবার বগুড়ায় সকাল সন্ধা হরতাল চলাকালে জেলার গাবতলী উপজেলা সদরে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে পুলিশ রাবার বুলেট ছুড়ে ছাত্রদলের ১ নেতাসহ বিভিন্ন স্থান থেকে ৫জনকে আটক করেছে। এ ছাড়া পুলিশ পরিত্যক্ত অবস্থায় ২টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ছাড়া বগুড়ার বিভিন্ন স্থানে হরতাল পালিত হয়েছে। সড়ক মহাসড়কে যানবাহন কম ছিল এবং শহরের দোকানপাট ও মার্কেট তেমন খোলেনি। সমর্থনে বগুড়ায় বিএনপি ও জামায়াতে ইসলামী পিকেটিং ও মিছিল হয়েছে।
বিএনপি ঃ হরতাল চলাকালে গাবতলী উপজেলা সদরে বেলা ১২ টায় পৌরসভার মেয়র ও বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলামের বাড়ির সামনে নেতাকর্মীরা মিছিলের প্রস্ততি নেয়ার সময় পুলিশ রাবার বুলেট ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় রাহি নামের একজন ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে। এসময় সন্দেহভাজন ৪ জনকে আটক করে পুলিশ । এ ছাড়া গাবতলী টেলিফোন অফিসের সামনে আবর্জনা থেকে দুটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবী করেছে। বিভিন্ন মার্কেট, অলিগলিসহ ফসলের মাঠে পুলিশী অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী থানা বিএনপির সদস্য পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম জানান, পুলিশ আমাদের উপর রাবার বুলেটের গুলি চালিয়েছে। পুলিশ রাহি নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে। আমি রাহির নিঃশর্ত মুক্তি চাই। হরতাল চলাকালে গাবতলী থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
গাবতলী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, হরতালে পিকেটিং করার সময়, ৪জনকে আটক করা হয়েছে ও দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
হরতালের সমর্থনে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে সকালে একটি মিছিল শহরের ফুলবাড়ী এলাকায় সাতমাথা –মাটিডালী সড়কে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, খায়রুল বাশার । অপরদিকে চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে জেলা বিএনপির আরেকটি মিছিল শহরের বনানী –সাতমাথা সড়কের পিটিআই মোাড় থেকে সিটি স্কুলের সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি নেতা সহিদ উন নবী সালাম, খাদেমুল ইসলাম , স্বেচ্ছাসেবকদলের খাদেমুল ইসলাম, ছাত্রদলের সাইদুল ইসলাম , ফারুকুল ইসলাম, আহসান হাবিব মমি অংশ নেন।
জামায়াত ঃ সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মঙ্গলবার বগুড়া শহরে বিক্ষাভ মিছিল করেছে জামায়াত। সকাল সাড়ে ৭টায় জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার নেতাকর্মিরা শহরের ব্যস্ততম নামাজগড়-চারমাথা রোডে বিক্ষোভ মিছিল বের করে। বিপুল সংখ্যক নেতাকর্মি মিছিলে অ্ংশ নেন। শহরের আরও কয়েকটি এলাকায় হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মিরা পিকেটিং করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট