গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ওই সার ও বীজ বিতরণ করেন ইউএনও নুসরাত জাহান বন্যা।
উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহারিয়ার আহম্মেদ পূজা দেবী, সহকারী কৃষি অফিসার আ: হক, মাধ্যমিক কর্মকর্তা তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, হিসাবরক্ষণ অফিসার আরিফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু স¤্রাট খান, উপজেলা ডিপ্লোমা কৃষিবিদের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার জানান, ২০২৪-২০২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের উদপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার মোট ৩হাজার ৯’শ ৬০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষানীদের মাঝে বিভিন্ন জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com