গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ ২০২১-২২ অর্থ বছরে বগুড়ার গাবতলী উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-এর সহায়তায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই-লো বেঞ্চ ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। ইউএনও মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে বেঞ্চ ও ফ্যান বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় ১৭লাখ ৮৯হাজার ৬’শ ৬০টাকা ব্যয়ে উপজেলা ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১’শ ৭৭ জোড়া হাই ও লো বেঞ্চ এবং ৬৮পিচ সিলিং ফ্যান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম, জাইকার উপজেলা ডিপ্লোপমেন্ট ফ্যাসালিটেটর জিয়াউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com