মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়াার গাবতলীতে বিয়ের দাবীতে প্রেমিকা আব্দুর রউফ এর বাড়িতে দীর্ঘ ১২ দিন ধরে অনশন করছে প্রেমিকা সালমা আকতার।
শনিবার সরেজমিনে জানা গেছে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের তেৎপাড়া গ্রামের আব্দুল বাছেদ এর ছেলে মোদি ব্যবসায়ী আব্দুর রউফের সাথে ওই এলাকার জনৈক সালমা আকতার এর দীর্ঘ ছয় মাস যাবত হলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর ফাঁকে আব্দুর রউফ কৌশলে প্রেমিকা সালমা’র কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
এ ছাড়া বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে বলে সালমা জানায়। পরে বিয়ের জন্য বললে প্রেমিক আব্দুর রউফ তালবাহানা করতে থাকে। এর এক পর্যায়ে ১৯শে নভেম্বর/২৪ সকাল ১০টায় প্রমিকের বাড়িতে বিয়ের দাবীতে সালমা অনশন শুরু করেন। এই অবস্থা দেখে প্রেমিক আব্দুর রউফ পালিয়ে যায়। অনশন চলাকালে প্রেমিক রউফের পরিবারের লোকজন প্রেমিকা সালমাকে লাঞ্ছিত করে বাড়ী হতে বের করে দেয়। পরে প্রেমিকের বাড়ির গেটে অবস্থান করে প্রেমিকা।
বিষয়টি নিয়ে চাপা ক্ষোভ উত্তেজনা দেখা দিলে পরে স্থানীয় কিছু লোকজন এসে ওই দিনই প্রেমিকা সালমাকে পূণরায় আব্দুর রউফের বাড়িতে তুলে দেয়। এরপর থেকে দীর্ঘ ১২ দিন যাবত হলে প্রেমিক আব্দুর রউফ এর বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান ও অনশন করছে। তবে আব্দুর রউফ ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
প্রেমিকা সালমা জানান, আব্দুর রউফের সাথে প্রেম এর সম্পর্ক গড়ে উঠলে পরে বিয়ের প্রলোভন দিয়ে কয়েকবার দৈহিক সম্পর্ক করে। সর্বশেষ ১৭ নভেম্বর/২৪ শহরের একটি হোটেলের নিয়ে গিয়ে দৈহিক সম্পর্ক করে। পরের দিন বিয়ে করবে বলে জানালে আর বিয়ে না করায় অনশন করতে বাধ্য হই।
প্রেমিকা সালমা আরো জানান, আমাকে বিয়ে না করলে এবং সঠিক সুরহা না হলে আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ থাকবে না। প্রেমিকা সালমা সঠিক সুরহার জন প্রশাসন, মানবাধিকার কর্মী, সংবাদ কর্মী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রেমিকা আব্দুল রউফ এর সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে তাকে না পাওয়া গেলে তার বাবা আব্দুল বাছেদ জানান, বাড়িটি আমার আব্দুর রউফের নয়, তাছাড়া আব্দুর রউফকে প্রায় ১১-১২ দিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনিও ঘটনার সঠিক সুরাহা চান।
এ ব্যাপারে গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল এর সাথে কথা বললে তিনি জানান এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, কেউ অভিযোগ বা মামলা দিলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply