গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা টি.এম মুসা পেস্তা এবং সুখানপুকুর ইউনিয়নের সকল শহীদ ও মরহুম বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সুখানপুকুর এম.আর এম উচ্চ বিদ্যালয় কক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত ওই স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রওনক জাহান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাবেক এমপি আমিনুল ইসলাম সরকার পিন্টু। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সোহেল রানা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান বিপ্লবের পরিচালনায় স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রাঙ্গা এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি পাভেল আহম্মেদ। আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনু, মরহুম বীর মুক্তিযোদ্ধা টি.এম মুসা পেস্তার মেজো ছেলে মাহফুজ জামান শাপলা, নেপালতলী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আ: করিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিল আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, জেলা মৎস্যজীবিলীগ নেতা পবন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক কৌশিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, উপজেলা তাঁতীলীগের সভাপতি ফেরদৌস রহমান গামা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি তৌফিকুর রহমান মানিক, ইব্রাহীম হোসেন মানিক ও জিয়াউর রহমান, সদস্য মাহবুবুর রহমান, তৌহিদ হাসান, জয়নাল আবেদীন, ইবনে আলী, লিটন দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply