মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের বামুনিয়া গ্রামের মৃত দেনতুল্লাহ শাহ’র ছেলে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু’র বুধবার রাষ্ট্রীয মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
প্রথমে তার (টুকু) মরদেহ ও কফিনে বাংলাদেশের পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম। পরে গার্ড অব অনার দেয়া হয়। শেষে উপস্থিত মুসুল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের ওই দুই কর্মকর্তা।
এর পর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়ে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, হাসেন আলী, আব্দুর রাজ্জাক, তোবার হোসেন, জামায়াত নেতা সাইফুল ইসলাম, বজলুর রহমান, বগুড়া প্রেসক্লাবের সদস্য মুহাম্মাদ আবু মুসাসহ বিভিন্ন প্রেশার মানুষ।
বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু বেশ কিছু দিন হলে ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন। বুধবার রাত পৌনে ১টা নাগাদ তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬বছর। তিনি স্ত্রী, ৩ছেলে, নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
Leave a Reply