গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী শহীদ জিয়া মডেল কলেজের অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌসীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির ও লুটপাটের অভিযোগ তুলে গত ২১আগষ্ট অত্র কলেজে অবরুদ্ধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। পরে বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ লিখিতভাবে ওই কলেজের অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌসীর বিরুদ্ধে ৯টি অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন। কিন্তু ওইসব অভিযোগের কোন সদ্যুত্তর দিতে পারেননি অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌসী।
তারপরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নেতৃবৃন্দের প্রতিবাদের মুখে অবশেষে স্বেচ্ছায় পদত্যাগ করেন অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌসী। অধ্যক্ষের পদত্যাগের বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের ডেকে ব্রিফ করেন কলেজের জ্যেষ্ট প্রভাষক রেজাউল হক। তিনি বলেন, অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌসী নিজের ইচ্ছামতো কলেজ পরিচালনা করতো।
কখনো করো মতামত নেওয়ার প্রয়োজন মনে করেনি। নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মে জর্জরিত ছিলো এই অধ্যক্ষ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, জ্যেষ্ট প্রভাষক কামাল হোসেন, জিয়াউর রহমান, প্রভাষক মুঞ্জুরুল ইসলাম, ইনষ্ট্রাক্টর নুরুন্নবী, সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন লিটন, নৈশ প্রহরী শামীম হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এদিকে ওই কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোরশেদ মিল্টন ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতিসহ ৪জনের নামফলক ভেঙ্গে ফেলার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভে মিছিল করেছে।
Leave a Reply