মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে বড় ভাই নুরু মিয়া ও তার সহযোগিদের আঘাতে ছোট ভাই ঠান্ডা মিয়া (৫২) নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার সোনারায় মধ্যপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছেন। নিহত ঠান্ডা মিয়া ও ঘাতক নুরু মিয়া সোনারায় গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। ঘটনার রাতে পারিবারিকভাবে ঝগড়া বিবাদ হলে এক পর্যায়ে বড় ভাই নুরু মিয়া ও তার সহযোগিদের কিল ঘুষিতে ছোট ভাই ঠান্ডা মিয়া মৃত্যুর কোলে ঠলে পড়ে। লাশের ময়না তদন্ত শেষে বুধবার সন্ধ্যার পূর্বে নামাজে জানাজার পর দাফন সম্পন্ন করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, এখনো হত্যা মামলা দায়ের না হলেও প্রস্তুতি চলছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com