মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের অর্ন্তগত সাবেকপাড়া বাইতুল্লাহ জামে মসজিদ এর ইমাম মাওঃ আব্দুর রহমান এর বিরুদ্ধে কানাডা প্রবাসী নুরুল ইসলাম এর প্ররোচনায় স্থানীয় আলমগীর হোসেন পান্ডু ও সবুজ মিয়া কর্তৃক মিথ্যা অভিযোগ করার প্রতিবাদে গতকাল শুক্রবার (১২আগস্ট/২২) বাদ জুম্মা ওই মসজিদের সামনে মুসুল্লীরা মানববন্ধন কর্মসুচী পালন করেছে। মসজিদের সাবেক সভাপতি নুরুল ইসলাম শান্তনা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বর্তমান মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর, সহ-ক্যাশিযার এমদাদুল হক, সদস্য আল মাহিনুর ইসলাম, মুসুল্লী আসাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি মুঞ্জু শাহ, সহ-সম্পাদক বজলার রহমান, ক্যাশিয়ার মাহফুজার রহমান পোটল, মুসুল্লীদের মধ্যে মিজানুর রহমান, সামসুদ্দিন, ফুলমিয়া, হেলাল মিয়া, সোহেল রানা, মুকলু মিয়া, ময়েন উদ্দিনসহ বিপুল সংখ্যাক মুসুল্লীবৃন্দ। মানববন্ধনে বক্তাগণ ও মুসুল্লীরা বলেন, সাবেকপাড়া বাইতুল্লাহ জামে মসজিদ বয়স ২২বছর, আর ইমাম মাওঃ আব্দুর রহমান এর এই মসজিদে খেদমত করার বয়স ১৮বছর। দীর্ঘ ১৮বছরে ইমাম সাহেব হুজুরের কোন দোষ বা ক্রটি পায়নি কোন মুসুল্লী। নামাজ পড়ানো. সুরা-কেরাত, বিভিন্ন মাসলা মাসায়েল আমাদের শিখানোসহ সার্বিক ক্ষেত্রে তিনি আমাদের মন জুগিয়েছেন। অথচ কানাডা প্রবাসী নুরুল ইসলাম এর প্ররোচনায় স্থানীয় আলমগীর হোসেন পান্ডু ও সবুজ মিয়া কর্তৃক মিথ্যা অভিযোগ করে ইমামের পাশাপাশি মুসুল্লীদের পর্যন্ত হয়রানী করছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুসুল্লীরা বলেন, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না, কারন শতকরা ৯৫জনই আমরা সত্যর পথে আছি। তাই ইমাম মাওঃ আব্দুর রহমান সাবেকপাড়া বাইতুল্লাহ জামে মসজিদে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে গভীর ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে প্রশাসনের সৃদৃষ্টি কামনা করেছেন মুসুল্লীরা।
Leave a Reply