গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়নের সাবেক গ্রাম সরকার, সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মাদুকে প্রকাশ্য দিবালোকে মারপিট ও অর্থ ছিনিয়ে নেয়ার প্রতিবাদে হামলাকারী নিবিরসহ জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার গোলাবাড়ী বাজারে সর্বস্তরের জনগণ ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে মহিষাবান ইউনিয়নের শত শত নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধনে অংশ নেয়া সকল জনগণের দাবী নিবিরসহ জড়িতদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নইলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুলতান মাহমুদ, স্থানীয়দের মধ্যে বিউটি, বেলাল, শাম্মী আকতার, আরিফুর রহমান বাবু, আবুল কালাম আজাদ, আব্দুল বারী মাষ্টার, হোসেন আলী, বারী মেম্বার, স্বপন প্রামানিক, শহীদুল ইসলাম, আঃ ছালাম, সোলায়মান আলী, বুলু মিয়া, আলতাব আলী, শাহিন, লিটন, জামিল, শামীম প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com