মুহাম্মাদ আবু মুসাঃ মঙ্গলবার বগুড়ার গাবতলীতে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান-আল+ইমরান এর সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হুমায়ুন আলম চান্দু'র পরিচালনায় এতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধাগণ। শেষে বঙ্গবন্ধু'র রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রীর সুস্থতা ও কল্যাণ কামনা করে দোয়া খায়ের ও বিশেষ মোনাজাত করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতি কৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে পরিষদ ইছামতি হলরুমে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, থানার ওসি সনাতন চন্দ্র সরকারসহ আরো অনেকে। অপরদিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতি কৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর এক শোক রেলি বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনির পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না। এছাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া খায়ের ও তোবারক বিতরণ করা হয়। অপরদিকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com