মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে নাহিদুল ইসলাম নয়ন ওরফে নয়ন প্রামানিক (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১১মার্চ শনিবার সন্ধ্যা রাতে উপজেলার মহিষাবান ইউনিয়নের দেব উত্তরপাড়া গ্রামের এক জঙ্গলের মধ্য এই হত্যার ঘটনা ঘটে। জানা গেছে, কতিপয় যুবক নয়নকে ডেকে নিয়ে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারীভাবে কুপিয়ে ওই জঙ্গলে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন জানতে পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে। নিহত নয়ন স্থানীয় চকমড়িয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকারের সাথে কথা বললে তিনি জানান, শত্রূতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তাছাড়া নিহত নয়ন স্থানীয়ভাবে চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিষ্ফোরক ও ডাকাতিসহ মোট ১৯ টি মামলা চলমান আছে। তিনি আরো জানান, এই হত্যার ঘটনায় মামলা দায়ের করার প্রস্ত্তুতি চলছে এবং হত্যাকারীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যহত রয়েছে।
Leave a Reply