গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিমুদ্দীন মঙ্গলবার রাত ৩টা ৪৫মিনিটে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহ--রাজিউন)। তিনি গত ১৯ জুলাই মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম খাজা নাজিমুদ্দিন গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। গতকাল বুধবার দুপুর ২টায় গাবতলী পাইলট হাইস্কুল মাঠে ইউএনও ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মোছাঃ রওনক জাহানের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান শেষে মরহুমের ১ম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাবেক এমপি এ্যাডঃ আলতাব আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, গাবতলীর সাবেক ইউএনও বর্তমানে পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ে কর্মরত মোঃ আব্দুল ওয়ারেছ আনছারী, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু, সাধারণ সম্পাদক ফয়সাল খান জনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হুমায়ন আলম চাঁন্দু, থানার ওসি সিরাজুল ইসলাম, তদন্ত ওসি জামিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রন্টুসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, ফারুক আহম্মেদ ও অন্যান্য চেয়ারম্যানবৃন্দ, সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও এলাকার হাজারো মুসল্লীগণ। এরপর মরহুমের গ্রামের বাড়ী জয়ভোগা গ্রামে বাদ আছর ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com