আল আমিন মন্ডল (বগুড়া) ঃ গতকাল বুধবার বগুড়ার গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারনের বাস্তবায়নে রামেশ^রপুরের নিশুপাড়া গ্রামে রোপা আমন ধান ‘নমুনা শস্য কর্তন’ এর উদ্বোধন করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুম কবির। নিশুপাড়া বীজ উৎপাদনকারী কৃষক গ্রæপ এর সমন্বয়কারী সৈয়দ আহম্মেদ বাদশা’র প্রদর্শনীতে ‘শস্য কর্তন’ এ সময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার, ইউপি সদস্য মানিক মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোবারক আলী, আরিফুর রহমান আরিফ, মোস্তাফিজার রহমান, আছিয়া খাতুন সহ কৃষক প্রæপের সদস্যবৃন্দ প্রমূখ। উল্লেখ্য এবছরে ব্রি-ধান-৮৭ প্রতি ২০বর্গ মিটারে ফলন উৎপাদন হয়েছে ১২কেজী ধান। যা প্রতি হেক্টরে ৬টন।
Leave a Reply