মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর পশ্চিম জয়ভোগা গ্রামের লন্ডন প্রবাসী সুফি মাহমুদ আকন্দের নিলিমা লজ নামের বিলাসবহুল বাড়িতে গভীর রাতে জানালার গ্রীল কেটে প্রবেশ করে ব্যাপক ভাংচুর করে দুর্সাহসিকভাবে চুরির ঘটনা ঘটেছে।
এতে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় লন্ডন প্রবাসী সুফি মাহমুদ আকন্দের বড় ভাই লতিফুল বারী আকন্দ তুহিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানায় একটি লিখিত অভিযোগে প্রকাশ, জয়ভোগা গ্রামের মৃত শামসুল বারী আকন্দের ছেলে সুফি মাহমুদ আকন্দ দীর্ঘদিন থেকে লন্ডনে বসবাস করেন। তার বড় ভাই লতিফুল বারী তুহিন পরিবার নিয়ে ওই বিলাসবহুল বাড়ীতে বসবাস করে আসছেন। প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে সোমবার দিবাগত রাত অর্থৎ মঙ্গলবার আনুমানিক রাত ৩টায় একদল চোর প্রাচীর টপকিয়ে এবং জানালার গ্রীল কেটে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে সকলের হাত পা বেধে আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক এবং ওসি তদন্ত আবু মুসা সরকার।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক এর সাথে কথা বললে তিনি জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেলেও এখনো কোন মামলা হয়নি। তবে সার্বিক ঘটনা তদন্ত সাপেক্ষে যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply