মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বুধবার স্থানীয় হাইস্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায স্থানীয় ১ নং ওয়ার্ডকে ২-০ গোলে হারিয়ে ৭ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন। খেলার উদ্বোধক ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডেটল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও স্থানীয় মহিষবান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহেল বাকী। বরেণ্য অতিথি পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক হারুনার রশিদ হারুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন খান সাগর,
প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং স্থানীয় মহিষবান ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এম আর ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা। খেলা পরিচালনায় মহিষাবান ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সোহান হাসান বাবু, সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান কনক।
আমন্ত্রিত অতিথি ছিলেন স্থানীয় মহিসাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, মোতাহার হোসেন মন্ডল, বিএনপিও অঙ্গদলের আবু তালেব শাহিন, ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম, পারভেজ পশারী নাইস, আরাফাত রহমান, আক্কাস আলী, রফি সরকার, হাসানুর রহমান, রেজাউল করিম, আতাউর রহমান খোকন উজ্জ্বল সরকার, লিটন মাহমুদ, আবু মুসা, শফিকুল ইসলাম, রব্বানী, ফারুক, নুরুলসহ বিপ্লব বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন।
Leave a Reply