গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের ইছামতি হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুম কবির, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, পাইটল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী আমিনুর ইসলাম প্রমুখ। এরআগে ২৪জানুয়ারী গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com