গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম জন্মষ্ঠমী উপলক্ষে গতকাল সোমবার বগুড়ার গাবতলী উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গাবতলী পাইলট হাইস্কুল হলরুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।https://www.cpmrevenuegate.com/psrkrejet1?key=d44c45e653730e92d0abd83021667280
উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রনজিৎ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিলটন।https://www.cpmrevenuegate.com/psrkrejet1?key=d44c45e653730e92d0abd83021667280
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্র শেখর রায়ের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন,https://www.cpmrevenuegate.com/psrkrejet1?key=d44c45e653730e92d0abd83021667280
সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মোমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিমল রায় প্রমুখ।https://www.cpmrevenuegate.com/psrkrejet1?key=d44c45e653730e92d0abd83021667280
এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সমর দাস, যুবদল নেতা আক্তারুজ্জামান লিটন, চঞ্চল কুমার দেব, লেমন, স্বেচ্ছাসেবকদল নেতা পবন সরকার, শ্রমিকদল নেতা শাহিন পাইকার, ছাত্রদল নেতা মোস্তা, লুকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা শরৎ চন্দ্র রায়, সুশীল চন্দ্র রায়, শংকর কুমার রায়, রতন রায়, বিশু প্রাং, মিলন সরকার, ধীরেন রাজভর, উজ্জ্বল চন্দ্র রায় প্রমুখ।https://www.cpmrevenuegate.com/psrkrejet1?key=d44c45e653730e92d0abd83021667280
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com