গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলী পৌরসভাধীন সোন্দাবাড়ী ভবেব বাজার সচেতন নাগরিক কমিটি (সনাক) এর ১বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার স্থানীয় মাঠে আলোচনা সভা, র্যালী, এতিম শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও কেক কর্তন করা হয়েছে। সংগঠনের সভাপতি সামিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী বন্ধু কল্যান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আব্দুল মতিন মিলটন, গাবতলী সার্ভিস ফর পিপল সংস্থার (এসপিএস) নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম সোহাগ, বন্ধু কল্যান সংস্থার পরিচালক সুজন আহম্মেদ, সচেতন নাগরিক কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, উপদেষ্টা আমিনুল ইসলাম হিটলু, মিলটন হোসাইন, মুঞ্জুর মোল্লা জয়, রাকিবুল ইসলাম হিরু, ওবাইদুল হক, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল বাকী, সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, ধর্মীয় সম্পাদক পিন্টু মিয়া প্রমুখ। এ সময় সংগঠনের উপদেষ্টা আজিজার রহমান, আশিকুর রহমান আশিক, আব্দুল লতিফ, এমএ বারেক লিটনসহ অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com