মুহাম্মাদ আবু মুসা: বগুড়া গাবতলীর সোনারায় গ্রামের জহুরুল ইসলামের ছেলে সজিব মিয়া (৩০) কে হত্যার প্রতিবাদে ও ঘাতকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবীতে গতকাল বুধবার (১৬নভেম্বর) এলাকাবাসি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এতে অংশ নেন এলাকার প্রভাষক রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মহিদুল ইসলাম মেম্বার, দুলাল করিম দুলাল, খোরশেদ আলম, শাহ সুলতান, আইযুব আলী, সাইফুল ইসলাম, মাফুজার রহমান, প্রভাষ কান্তি কুমার রায়, জাহাঙ্গীর আলম, হাবিল প্রাং, আবুল ফজল, শহিদুল ইসলাম, নিহত সজিব এর মা জেলি বেগম, বোন শিমু বেগমসহ শত শত নারী পুরুষ। উল্লেখ্য, গত ১৩নভেম্বর সজিব মিয়া তার চাকুরীর জন্য টাঙ্গাইলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। পরের দিন ১৪নভেম্বর সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) সজিবের অভিভাবকরা জানতে পায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাঠ মোড় নামকস্থানে সজিবের লাশ উদ্ধার হয়েছে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে। এ ঘটনায় নিহত সজিবের মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় অজ্ঞাতদের নামে একটি হত্যা মামলা দায়ের করে। তবে নিহত সজিব মিয়ার অভিভাবকদের অভিযোগ, উপজেলার তেলিহাটা গ্রামের পুলিশে চাকুরীরত শফিকুল ইসলাম নামের ব্যক্তি চাকুরী দেয়ার নামে ১৭লাখ টাকা নিয়ে সজিবকে চাকুরী না দিয়ে ভূয়াভাবে চাকুরীতে যোগদান পত্র দিয়েছে। সজিব হত্যাকান্ডের সাথে ওই শফিকুল ইসলাম জড়িত থাকার কথা মানববন্ধনে উপস্থিত সাংবাদিকদের নিহত সজিবের মা ও বোন জানিয়েছেন।
Leave a Reply