মুহাম্মাদ আবু মুসাঃ ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক শুক্রবার সন্ধ্যারাতে বগুড়ার গাবতলীতে কর্মরত সাংবাদিকদের সাথে শহরের রেড চিলি চাইনিজ রেষ্টুরেন্টে মতবিনিময় সভা করেছেন। পরে সাংবাদিকদের সম্মানে নৈশভোজ এর আয়োজন করেন তিনি (শফিক)।
গাবতলী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন, সমাজসেবক জিয়াউর রহমান জেপু, গাবতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান রানা, সাংগঠনিক সম্পাদক আমিনুল আকন্দ, প্রচার সম্পাদক আরিফুর রহমান বয়েল, দপ্তর সম্পাদক আতোয়ার রহমান বিপ্লব,
সদস্য নজরুল ইসলাম, আবু নাছের মানিক, সামিউল ইসলাম শামীম, রিয়াজ মাহমুদ, রিপন মিয়া, শ্যামল সরকার প্রমুখ। বিশিষ্ঠ ব্যবসায়ী ও বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক বলেন, সাংবাদিকরা সমাজের আয়না, আপনারা অবহেলিত জনপদের কথা তুলে ধরেন। যে কারনে সার্বিক ক্ষেত্রে সাংবাদিকদের ভুমিকা থাকে অপরিসীম।
তিনি (শফিক) বলেন, আপনারা বিএনপিকে সহযোগিতা করবেন, কারন বিএনপি মানে খালেদা জিয়া ও তারেক রহমানকে সহযোগিতা করা। বিশেষ করে গাবতলী তথা বগুড়ার উন্নয়নের জন্য সাংবাদিকদের আরো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। পরিশেষে তিনি (শফিক) সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply