গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর নাড়–য়ামালা-রামেশ্বরপুর এই দুই ইউনিয়নের ঐতিহাসিক সাঘাটিয়া ঈদগাহ মাঠের ৩বছর মেয়াদী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার সকাল ১০টায় ঈদগাহ মাঠে ৬টি গ্রাম তথা-হাপানিয়া, সাঘাটিয়া দক্ষিণপাড়া, ঘোন সাঘাটিয়া, বড় সাঘাটিয়া, সোনাপুর ও চকমাল্লা গ্রামের শতশত মানুষ একত্রিত হয়ে এক সাধারণ সভার মাধ্যমে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি গঠন করে।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাঘাটিয়া গ্রামের মাহফুজুল কবীর জুয়েল, হাপানিয়া গ্রামের সাধারণ সম্পাদক রুহুল হাসান রুহিন ও ঘোন সাঘাটিয়া কোষাধ্যক্ষ গোলজার রহমান মাষ্টার। সভা পরিচালনা করেছেন স্থানীয় হাপানিয়া গ্রামের সাইফুল ইসলাম।
Leave a Reply