গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খাজা নাজিমদ্দীন খাজার রূহের মাগফেরাত কামনায় গতকাল শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে সোন্দাবাড়ী দারুল হাদিস রাহমানিয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান বিপ্লবের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রওনক জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হুমায়ন আলম চান্দু, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, মরহুম খাজা নাজিমুদ্দীনের মেয়ে নাসরিন আকতার ববি, রোজিনা আকতার নাইচ ও জামাই খায়রুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি পাভেল রানা, সাধারণ সম্পাদক আজিজুল রহমান সুমন ও সদস্য পবন সরকার। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মতিয়ার রহমান টুকু, আনিছার রহমান তারা, সামাজসেবক সোহেল খন্দকার, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান গামা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কৌশিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক রিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি তৌফিকুর রহমান রনি, যুগ্ম সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক রোকসান হাফিজ সুমন, সমবায় বিষয়ক সম্পাদক মানিক মিয়া, অর্থ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুল হক, পৌর কমিটির সভাপতি আরাফাত রহমান রনি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বিভিন্ন ইউনিয়ন কমিটির তৌহিদ হাসান, বিশু, দেলজার, রিপন, জয়নাল আবেদীন, শীষ আলম প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com