মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সুলতান আহম্মেদ হাফিজারের ছেলে আরিফুর রহমান আরিফ (৪০) গাজাসহ গ্রেফতার হয়েছে। ২১ফেব্রæয়ারী/২৩ মঙ্গলবার বেলা আড়াইটায় মহিষাবান ইউনিয়নের রানিরপাড়া গ্রামের পাশের্^ সুচনির জান এলাকা থেকে থানা পুলিশ মাদক ব্যবসায়ী আরিফকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জাহাঙ্গীর হোসেন, এএসআই এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে গাজাসহ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বর্তমানে আরিফ থানা হাজতে থাকলেও তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হওয়ার প্রস্তুতি চলছে বলে থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরিফুর রহমান আরিফ রানিরপাড়া গ্রামের হলেও ইতিপূর্বে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার এর সাথে কথা বললে তিনি মাদক ব্যবসায়ী আরিফকে গাজাসহ গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com