গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিত বন্ধনকে সুসংহত করণের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ইছামতি হলরুমে ইউএনও মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতার। আরও বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার নবাগত ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক অফিসার জাকির হোসেন, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান, নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, সুখানপুকুর এমআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হুমায়ন আলম চাঁন্দু, সুখানপুকুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদসহ সকল ইউপি চেয়ারম্যান, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মসজিদের ইমাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply