গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীতে ২৭ শে জুলাই বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। এরপর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান ডালিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক আহম্মদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মামুনুর রশিদ রয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিকম আকন্দ, দপ্তর সম্পাদক জাকারিয়া ইসলাম সৌখিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মানিক, সদস্য আব্দুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৌয়েব হোসেন ছনি, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ওদু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক মোসারফ হোসেন, উপ-আইন বিষয়ক সম্পাদক সাগর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক লিয়াকত ইসলাম রকি, প্রতিবন্ধি ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শয়নসহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে গাবতলী সরকারি কলেজে বৃক্ষ রোপন এবং সরকারি কলেজ মসজিদে জননেত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply