মুহাম্মাদ আবু মুসাঃ শুক্রবার বগুড়া গাবতলীর বাগবাড়ীতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের কৃষিবিদদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা জিয়া বাড়ীতে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ইলিয়াস পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং সাবেক ছাত্রনেতারা।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানসহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে গরীব অসহায়দের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
সর্বশেষে স্থানীয় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ওই বিশ^বিদ্যালয়ের কৃষিবিদদের মিলন মেলা ও আলু ঘাটির বন্ধন অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নজমুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম বজলু,
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের কৃষিবিদদের মধ্যে আব্বাস আলী, নুরুজ্জামান সজল, সোহেল রঞ্জন, বকুল, আরিফ, তারেক, টিটু, আরজু, পলাশ দাস, নাইম, শফিক, আশিকসহ অনেকে।
Leave a Reply