মুহাম্মাদ আবু মুসাঃ গতকাল শুক্রবার বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়ন পরিষদে ২দিন ব্যাপী ফ্রি জন্ম থেকে ১৮বছর পর্যন্ত শিশুদের হৃদরোগ চিকিৎসা ও পরীক্ষার উদ্ধোধন করেছেন ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও শিশু হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ রফিকুল ইসলামের সার্বিক তত্ত¡াবধানে বাংলাদেশে শিশুদের মাঝে জন্মগত হৃদরোগের হার নির্ণয় প্রকল্পের আওয়াতায় শিশু হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন এই আয়োজন করেন। হৃদরোগ চিকিৎসা ও পরীক্ষা করেন শিশু হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন ছাড়াও অধ্যাপক ডা: তারেকুল ইসলাম, ডা: ফাইজুল হক পনির, ডা: পরিমল কুমার দাস, ডা: কে এম এনায়েত, ডা: কাসিদ ওমর, ডা: হীরা নাথ ইয়াদবি। ফ্রি চিকিৎসার উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মাহমুদুল আলম চৌধুরী ডাবলু, সমাজসেবক মাহফুজুল হাসান সজল, কেএম আমিনুল ইসলাম বাবলু, আইনুল হোসেন রুবেল, মোস্তাফিজুর রহমান টুকু, ইউপি প্যানেল চেয়ারম্যান রায়হান কবীর সাধন, ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান, ইউপি মেম্বার আব্দুল আউয়াল, ফারুক হোসেন, আব্দুল জলিল, মুকুল আলম, বুলু মিয়া, আবু তালেব মিঠু, লাভলী বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, প্রথম দিনে শত শত শিশু রোগী চিকিৎসা নেয়। এ ভাবে শিশু হৃদরোগে ফ্রি চিকিৎসা পেয়ে এলাকাবাসি অত্যান্ত খুশি হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com