গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে ৩’শ ১০পিচ ট্যাপেন্টাডলসহ শহীদ ওরফে সৈকত (৪৭) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যারাতে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী সদর ইউনিয়নের লাঠিগঞ্জ স্কুল এন্ড কলেজের পেছন থেকে সৈকতকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সৈকত সারোটিয়া গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।
জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের এস আই আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ গাবতলী সদর ইউনিয়নের লাঠিগঞ্জ স্কুল এন্ড কলেজের পেছনে অভিযান চালায়।
পুলিশ এ সময় সারোটিয়া গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে মাদক কারবারী সৈকতকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশী করে ৩’শ ১০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় থানার এস আই আ: কুদ্দুস রাতে বাদী হয়ে মামলা রুজু করে গতকাল মঙ্গলবার সৈকতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আশিক ইকবাল।
Leave a Reply