মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সুখানপুকুর পশ্চিমপাড়া জামে মসজিদে মোয়াজ্জেম হিসেবে প্রায় ৪০বছর দায়িত্ব পালন করার পর বয়সের ভারে অবসর নিয়েছেন ফিরোজ প্রামানিক।
তিনি ওই গ্রামেই বসবাস করেন। ১৪ফেব্রুয়ারী/২৫ শুক্রবার বাদ জুম্মা মসজিদ কমিটি তাঁকে (ফিরোজ) আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দিয়েছেন। মোটামুটি বেশ নগদ অর্থ, বিভিন্ন উপহার সামগ্রী মোয়াজ্জেম ফিরোজ প্রামানিক এর হাতে তুলে দেন মসজিদ কমিটির সভাপতি ফজলুল করিম মুঞ্জিলসহ অন্যান্য সদস্য ও মুসুল্লীরা।
এ সময় বিদায়ী মোয়াজ্জেম ফিরোজ প্রামানিক এবং মুসুল্লীদের মধ্যে আবেগ ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। বিদায় অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি ফজলুল করিম মুঞ্জিল ছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন মসজিদের ইমাম মাওঃ জাহিদুল ইসলাম, সাবেক ইমাম মাওঃ জবেদ আলী মাস্টার, সাবেক সেক্রেটারী সাহাজ্জল আকন্দ, বর্তমান কোষাধ্যক্ষ নুরুল ইসলাম,
মুসুল্লীদের মধ্যে সৈয়দ জামান সরদার, নুরুল হুদা দুলু, আরিফুর রহমান, প্যারিস মিয়া, নুর নবী লিটু, সাজেদুর রহমান, জাহিদ হাসান ছান্নু, কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, শিবলু, সুজন, সিহাব, আলিফ প্রমুখ। মসজিদ কমিটির সভাপতি ফজলুল করিম মুঞ্জিল বলেন, আমাদের মসজিদে প্রায় ৪০বছর দায়িত্বে থাকা মোয়াজ্জেমকে সম্মানের সহিত বিদায় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
Leave a Reply