গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইফুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুকে আ.লীগের দায়েরকৃত মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে ২০জুলাই বুধবার পৌরসভাধীন দাঁড়াইল বাজারে ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ বিএনপি নেতা এস্কেন্দার আলী ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি ডাঃ ছাবেদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক। পৌর বিএনপি নেতা আতোয়ার রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, পৌর পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম, ওবাইদুর রহমান জ্যাক, বিএনপি নেতা মতিউর রহমান মতি, আফছার আলী মিজু, আবু হাসনাত সাহিন, আরেফিন রহমান আরফিন, শ্যামল তরফদার, আ: ছালাম, আ: গফুর শাহ, জাকিরুল ইসলাম রুবেল, বাহার উদ্দিন, আনিছার, যুবদল নেতা আনোয়ার, তাজুল, দৌলত, নিপুল, ছনি, সাব্বির, সেলিম, বাবু, পেস্তা, বিপুল, নয়ন, রবিউল, সাকি, মহিলাদল নেত্রী ববিতা আকতার, খুশি, গোলেবানু, রুলি, চম্পা, রেহেনা, ঈশিতা, স্বপ্না, ছাত্রদল নেতা আ: গনি, আ: ওহাব, আ: মোমিন, কামাল, চয়ন, আ: মান্নান, ছনি, রাকিব, শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম, আনিছার রহমান, জিল্লুর রহমানসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সমাবেশে কারাবন্দী ওই দুই নেতাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com