1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :

গাবতলীতে ৯৯৯ ফোন পেয়ে দ্বিতীয় বিয়ের আসর থেকে বরকে আটক করেছে পুলিশ

  • শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ ৯৯৯ ফোন পেয়ে বগুড়ার গাবতলীতে গোপনে দ্বিতীয় বিয়ে করতে আসা বরকে বিয়ের আসর থেকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার জয়ভোগা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাগুলী দক্ষিণপাড়া গ্রামের ফরিদ মোল্লার ছেলে রং মিস্ত্রি ইউনুস আলী গত ২০২০ সালের অক্টোবর মাসে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে বগুড়া বৃন্দাবন পশ্চিমপাড়া গ্রামের লিটন মন্ডলের মেয়ে নার্গিস আকতার (২০)কে বিয়ে করে। বিয়ের কিছুদিন সংসার জীবন ভালো কাটলেও পরবর্তীতে একটি মোটরসাইকেল কিনে নেয়ার জন্য স্ত্রী নার্গিসের সঙ্গে ঝগড়া হতো ইউনুসের। মোটরসাইকেলের জন্য স্ত্রীকে মাঝে মধ্যে নির্যাতন করতো। গত ৫মাস পূর্বে ইউনুস তার স্ত্রীকে তালাক দেয়। এনিয়ে বগুড়া নারী ও শিশু আদালতে মামলা করে নার্গিস। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এদিকে নার্গিস বর্তমানে ৭মাসের অন্তস্বত্ত¡া। এমতবস্থায় ইউনুস আলী গোপনে দ্বিতীয় বিয়ের করার জন্য গাবতলীর জয়ভোগা উত্তরপাড়া গ্রামের জনৈক আলম প্রাং এর মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বর ইউনুস আলী বিয়ে করার জন্য লোকজন নিয়ে মেয়ের বাড়ীতে হাজির হয়। এমতবস্থায় ইউনুস আলীর প্রথম স্ত্রী নার্গিস পুলিশের জাতীয় জরুরী সেবা-৯৯৯ফোন করলে দ্রæত গাবতলী মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে পৌঁছে বরকে আটক করে থানায় এনেছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ স্থানীয় সাংবাদিকদের বলেন, বরকে বিয়ের আসর থেকে আটক করা হয়েছে। তবে যেহেতু আদালতে মামলা রয়েছে সেহেতু নিষয়টি আদালত দেখবে। আপাতত দ্বিতীয় বিয়ে বন্ধ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট