মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ওরফে আলম ময়মনসিংহ থেকে গ্রেপ্তার হয়েছে। তাকে বগুড়া ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
মহিলাদল নেত্রী সুরাইয়া জেরিন রনি’র দায়ের করা ২টি মামলাসহ মোট ৩টি মামলার আসামী জাহাঙ্গীর আলম । মামলার আসামী হওয়ার পর থেকে ময়মনসিংহ বাসা ভাড়া করে থাকতেন জাহাঙ্গীর আলম।
এলাকাবাসির সন্দেহ হলে বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানা পুলিশকে সংবাদ দিলে তাকে গ্রেফতার করার পর বগুড়ার পুলিশকে জানালে রাতেই বগুড়ার ডিবি পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে।
শনিবারে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাগাটিয়া গ্রামের বাসিন্দা হলেও বগুড়া শহরের রহমাননগর এলাকায় নিজস্ব বাসায় থাকতেন।
Leave a Reply