1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ভ্যান চালককে গরু দিলেন ইউপি চেয়ারম্যান টুল্লু সোনাতলায় নাম্বার বিহীন ট্রাকের যন্ত্রাংশ আলাদা করার সময় দুইজন আটক বগুড়ায় ধান কেটে মজুরি না পাওয়ায় ৫ দিনমজুরের থানায় অভিযোগ গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ সরকারীকরণের দাবীতে লিফলেট বিতরণ কাহালুতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাহালুতে দুই ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত সোনাতলায় এক সন্তানের জননীকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ

গাবতলীর উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবরুদ্ধ

  • বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫৩

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ যোগ্যতা ও মেধাভিত্তিক বিদ্যালয়ের সভাপতি নিযুক্ত করার দাবীতে গাবতলীর উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিংকু রানী দেবীকে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় গ্রামবাসী। গতকাল বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককের রুমে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাবতলীর উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিংকু রানী দেবী গত ১৩ই জানুয়ারী বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয় শহীদ আলম, পিন্টু মিয়া এবং শাহ আলম এই ৩ ব্যক্তির নাম নির্ধারণ করে ইউএনও অফিসে তালিকা জমা দেন।

কিন্তু স্থানীয় অভিভাবকগণ গাজী মাশকুরুল আলম চৌধুরী সৌরভ এর নাম ওই তালিকায় যুক্ত করার জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করেন। কিন্তু প্রধান শিক্ষক তাকে ওই তালিকায় যুক্ত না করায় ফুঁসে ওঠে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে মোঃ মাশকুরুল আলম চৌধুরী সৌরভের নাম ওই তালিকায় যুক্ত করার অনুরোধ জানিয়ে ২৭জানুয়ারী ইউএনও এবং ডিসি অফিসে স্থানীয় জনসাধারণের স্বাক্ষরে একটি আবেদন জমা দেয়া হয়। আবেদনটির এখনো কোন সুরাহা হয়নি।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রধান শিক্ষক অযোগ্যদের দিয়ে গোপনে পকেট কমিটি গঠনের চেষ্টা করছেন। এরই প্রতিবাদে গ্রামবাসী একত্রিত হয়ে গতকাল সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রধান শিক্ষিকাকে অবরুদ্ধ করে রাখেন।

এ ব্যাপারে উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিংকু রানী দেবী বলেন, আমি চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এখন আমার করার কিছু নেই। তারা চাইলে সংশ্লিষ্ট দপ্তরে আবেদনের প্রেক্ষিতে তদন্ত করে নাম যুক্ত করাতে পারেন। আমার কাছে মতামত চাইলে সে ক্ষেত্রে আমি মতামত দিতে পারি।

এ সময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন শাফিন মন্ডল, ফিটু মন্ডল, সোহেল হাসান, শহিদুল ইসলাম, আকেল হাসান, খায়রুল সরকার, আজাহার আলী, পোনক, গফুর, জাফর, রমজান আলীসহ স্থানীয় আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট