গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ যোগ্যতা ও মেধাভিত্তিক বিদ্যালয়ের সভাপতি নিযুক্ত করার দাবীতে গাবতলীর উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিংকু রানী দেবীকে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় গ্রামবাসী। গতকাল বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককের রুমে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাবতলীর উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিংকু রানী দেবী গত ১৩ই জানুয়ারী বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয় শহীদ আলম, পিন্টু মিয়া এবং শাহ আলম এই ৩ ব্যক্তির নাম নির্ধারণ করে ইউএনও অফিসে তালিকা জমা দেন।
কিন্তু স্থানীয় অভিভাবকগণ গাজী মাশকুরুল আলম চৌধুরী সৌরভ এর নাম ওই তালিকায় যুক্ত করার জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করেন। কিন্তু প্রধান শিক্ষক তাকে ওই তালিকায় যুক্ত না করায় ফুঁসে ওঠে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে মোঃ মাশকুরুল আলম চৌধুরী সৌরভের নাম ওই তালিকায় যুক্ত করার অনুরোধ জানিয়ে ২৭জানুয়ারী ইউএনও এবং ডিসি অফিসে স্থানীয় জনসাধারণের স্বাক্ষরে একটি আবেদন জমা দেয়া হয়। আবেদনটির এখনো কোন সুরাহা হয়নি।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রধান শিক্ষক অযোগ্যদের দিয়ে গোপনে পকেট কমিটি গঠনের চেষ্টা করছেন। এরই প্রতিবাদে গ্রামবাসী একত্রিত হয়ে গতকাল সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রধান শিক্ষিকাকে অবরুদ্ধ করে রাখেন।
এ ব্যাপারে উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিংকু রানী দেবী বলেন, আমি চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এখন আমার করার কিছু নেই। তারা চাইলে সংশ্লিষ্ট দপ্তরে আবেদনের প্রেক্ষিতে তদন্ত করে নাম যুক্ত করাতে পারেন। আমার কাছে মতামত চাইলে সে ক্ষেত্রে আমি মতামত দিতে পারি।
এ সময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন শাফিন মন্ডল, ফিটু মন্ডল, সোহেল হাসান, শহিদুল ইসলাম, আকেল হাসান, খায়রুল সরকার, আজাহার আলী, পোনক, গফুর, জাফর, রমজান আলীসহ স্থানীয় আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply