মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের অর্ন্তগত দড়িপাড়ায় খাদ্য বান্ধব কর্মসুচীর আওতায় হতদরিদ্রদের মাঝে ১৫টাকা কেজি দরে জনপ্রতি ৩০কেজি করে চাল বিতরণ বা বিক্রি করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত ডিলার আব্দুল খালেক উপস্থিত থেকে বুধবারও দিনভর অত্যান্ত সুষ্ঠভাবে চাল বিতরণ বা বিক্রি করেন। তিনি (ডিলার আঃ খালেক) জানান, চাল নিতে আসা কিছু মানুষের কার্ডের সমস্যা থাকায় সে গুলোতে নানা জটিলতা সৃষ্টি হচ্ছে। তবে সংশ্লিষ্ঠ কর্মকর্তা অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত (ট্যাগ অফিসার) আশরাফ আলীর সহযোগিতা নিয়ে তা সমাধান করা হচ্ছে।
চাল বিতরণ বা বিক্রিকালে দায়িত্বপ্রাপ্ত (ট্যাগ অফিসার) আশরাফ আলী ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী আবু আছাদ, রেজাউল করিম রায়হান, ইমরান হোসেন মাসুম, রকি মিয়া, ইউপি সাবেক মেম্বার আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com