মুহাম্মাদ আবু মুসাঃ গতকাল বগুড়া গাবতলীর নেপালতলী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। জেলা আওয়ামী লীগের সদস্য ও বিদ্যালয়ের সভাপতি রুমানা আজিজ রিংকি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ারুল ইসলাম টিটু’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেতা মিলটন হোসাইন, মহিদুল ইসলাম টুনু মেম্বার, বিদ্যালয়ের সদস্য তারাজুল ইসলাম, মামুনুর রশিদ, রুবেল ইসলাম, ইশরাত জাহান সীমা, শিক্ষক প্রতিনিধি আব্দুল হাকিম, বাবুল চন্দ্র কর্মকার, রুনা বেগম, সহকারী শিক্ষক সুশান্ত কুমার দত্ত, মমতাজ বেগম, হোসেন আলী, এনামুল হক, সারথী রানী সরকার, আয়শা খাতুন, অতীশ চন্দ্র সরকার, শহিদুল ইসলাম, রাকিবুল ইসলাম, নয়ন মিয়া, মানিক মিয়া, মেহেদুল ইসলাম, সজিব ইসলাম, মাহবুব ইসলাম ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে প্রধান অতিথি রাগেবুল আহসান রিপু এমপি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com