মুহাম্মাদ আবু মুসাঃ শুক্রবার বগুড়া গাবতলীর পীরগাছা হাইস্কুলের অন্তঃব্যাজ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ২০১৯ ও ২১ ব্যাজ এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলে। শেষ পর্যন্ত এক এক গোলে ড্র হয়। পরে টাইবেকারে ৩-২ গোলে ২০১৯ কে হারিয়ে ২০২১ ব্যাজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা। এর আগে খেলাটির উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাইনুল হক সাবলু। বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান নান্নুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন আব্দুর রশিদ, আজিজুল হাকিম, উজ্জল হোসেন, সাইদুল ইসলাম, জিহাদ আকন্দ, রবিউল ইসলাম ভুট্টা, রনি শাহ, আহসান, ওমর, পলাশ, কায়েস, আশিক, নিরব, সূর্য, রাব্বি, রকি প্রমুখ। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মুসা মিয়া।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com