সাব্বির হাসান, গাবতলীঃ বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়নের পেরীহাট স্মৃতি সংঘের উদ্যোগে আজ ২রা সেপ্টেম্বর শুক্রবার ডে নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। খেলার উদ্বোধনী অনুষ্ঠান পেরীহাট বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম শাফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়াইব হোসাইন সনি, উপজেলা তাতীলীগের সদস্য সচিব বিমল রায়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন আলতাব আলী, আমছার আলী, আমিন শাহ, রুবেল হোসেন, তোতা মিয়া, বাবু মিয়া, পেরীহাট স্মৃতি সংঘের মিঠুন রায় প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ নেন পেরীহাট স্মৃতি সংঘ এবং পেরী স্পোর্টিং ক্লাব।
Leave a Reply