মুহাম্মাাদ আবু মুসাঃ দীর্ঘ ২ মাসেও উদ্ধার হয়নি বগুড়া গাবতলীর সরধনকুটি গ্রামের বাক প্রতিবন্ধী মোঃ সোবাহান (৪৫)। তিনি ১সেপ্টেম্বর ভোরে নিরুদ্ধেশ হলে আর বাড়ি ফিরে আসেনি। এ ঘটনায় গত ১৪সেপ্টেম্বর তার স্ত্রী কাঞ্চন বেগম বাদী হয়ে গাবতলী মডেল থানায় সাধরণ ডায়েরী (জিডি) করলেও এখনো কোন সন্ধান মেলেনি। বাক প্রতিবন্ধী মোঃ সোবাহান দীর্ঘ ২ মাসেও উদ্ধার না হওয়ায় পরিবার ও এলাকবাসির মধ্যে সন্দেহ ও নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, থানায় সাধরণ ডায়েরী (জিডি) হওয়ার পর পরই আমরা বেতার বার্তার মাধ্যমে জানিয়ে দিয়েছি। এ ছাড়া অনুসন্ধানের জন্য আমাদের তৎপরতা অব্যহত রয়েছে। বাক প্রতিবন্ধী মোঃ সোবাহান এর উচ্চতা- ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং- ফর্সা, মুখমন্ডল- গোলাকার, মুখে দাড়ি আছে। এ ছাড়া গাবতলী মডেল থানার সাধরণ ডায়েরী (জিডি) নং- ৭১৫, তাং ১৪-০৯-২২।
Leave a Reply