মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এখন রোগীদের বেশ ভীড় হচ্ছে। গত ৪ সেপ্টেম্বর/২২ ওই হাসপাতালের পুননির্মাণ ও স্বাস্থ্যসেবার আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্স অর্থাৎ ভার্চয়াল সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্ধোধন করেন। এর পর থেকে ওই এলাকার আশ পাশে ও ১০/১৫ কিলোমিটার দুর থেকেও নারী পুরুষ রোগীরা এসে অভিজ্ঞ চিকিৎসকদের নিকট থেকে স্বাস্থ্যসেবা নিচ্ছেন। প্রতিদিনই বগুড়া শহর থেকে অভিজ্ঞ চিসিৎসকরা এসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভুমি বাগবাড়ীতে এই হাসপাতালে অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর/২২) বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে নারী পুরুষ রোগী দেখে স্বাস্থ্য সেবা ও ব্যবস্থাপত্র দিয়েছেন ড্যাব এর সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, ডাঃ নাঈম আহম্মেদ। এই হাসপাতালের সভাপতির দায়িত্বে রয়েছেন অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, সাধারণ সম্পাদক এর দায়িত্বে রয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন তালুকদার। উপদেষ্ঠা হিসেবে রয়েছেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। গতকাল বৃহস্পতিবার হাসপাতালে রোগী দেখাকালিন উপস্থিত ছিলেন স্থানীয় শহীদ জিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলার রহমান ফরিদ ছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com