মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ও ইউপির সাবেক চেয়ারম্যান মোমিনুল ইসলাম রিবন এর জানাজায় মানুষের ঢল নেমেছিল। ৭জুলাই/২৩ শুক্রবার বাদ জুম্মা স্থানীয় কালাইহাটা হাইস্কুল মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। ০৬জুলাই/২৩ বৃহস্পতিবার দুপুর ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহরের নারুলী বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের ১ম জানাজা নামাজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায়d নারুলীতে এবং ২য় জানাজার নামাজ শুক্রবার বাদ জুম্মা কালাইহাটা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০বছর। তিনি স্ত্রী, মা, ৭ভাই, ২বোন, ২মেয়ে, ১ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা ও দাফনে শরিক হয়েছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি আমিনুল ইসলাম সরকার পিন্টু, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, শাহাদত হোসেন খান সাগর, গাবতলী পৌর মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, বালিয়াদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ইউনুছ আলী ফকির, মহিষাবান ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূধন, মাহবুবুর রহমান, জুলফিকার হায়দার গামা, জোবাইদুর রহমান গামাসহ বিভিন্ন পর্যায়ে বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com