মুহাম্মাদ আবু মুসাঃ আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার বগুড়া গাবতলীর চাকলা মেন্দিপুর সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার ২০ টি মাদ্রাসা এতিমখানায় এক মাসের অগ্রিম ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রির মধ্যে রয়েছেন ২৫কেজি চাল, ১০ কেজি মসুর ডাল, ১৫ কেজি ছোলা বুট, ১০ লিটার সয়াবিন তেল, ১০ কেজি খেজুরসহ অন্যান্য সামগ্রী। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ইফতার সামগ্রী বিভিন্ন মাদ্রাসার প্রধান ও প্রতিনিধিদের হাতে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোসাদ্দেক রহমান সৌরভ, গাবতলী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ হারুন, উপজেলা বিএনপি’র তথ্য প্রযুক্তি সম্পাদক শফিক শাহিন, বিএনপি নেতা মতিউর রহমান মতি মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম হিরু, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ ঠান্ডু, পৌর আহ্বায়ক পবন সরকার,
উপজেলা যুবদল নেতা আব্দুল মোত্তালিব শিপন, সাদ্দাম হোসেন, আব্দুল আলিম, গোলাম রব্বানী, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সিনিয়র সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজার রহমান মোস্তা, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, সাজেদুর লতিফ, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সহ-সভাপতি সেলিম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার বগুড়া গাবতলীর সোনারায়ে তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ (ভারঃ) জহুরুল ইসলামের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষানুরাগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে স্থানীয় শহীদ মিনারে ফুলদের শ্রদ্ধা নিবেদন করা হয়।
Leave a Reply