মুহাম্মাদ আবু মুসাঃ গতকাল বগুড়া গাবতলীর মহিষাবান হাইস্কুল মাঠে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও যুব সমাজের আয়োজনে আট টিমের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় লক্ষীকোলা ১-৩গোলে চকমমিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এর আগে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, মোতার হোসেন মন্ডল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা বেগম, মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান টোনা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মশিউর রহমান সুমন, যুবলীগ নেতা সুলতান মাহমুদ, শ্রমিকলীগ নেতা শফিকুল আলম নয়ন, মানিক সরকার, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান পান্না, ইউপি মেম্বার নুরুর ইসলাম বাটু, শাহজাহান আলী, জহুর আহমেদ টপি, মাহফুজুর রহমান, আলম প্রামানিক, গআব্দুল কুদ্দুস, আব্দুল বাছেদ, আঙ্গুর বানু, আমেনা বিবি, এছাড়া স্থানীয় শাহাদাত হোসেন, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মুক্তারুজ্জামান মুক্তার, তারেক রহমান, রিপন চন্দ্র মুন, আবু মুসা প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com