মুহাম্মাদ আবু মুসাঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারীভাবে বরাদ্দ হওয়া গতকাল বগুড়া গাবতলীর মহিষাবানসহ ৫টি ইউনিয়ন পরিষদে অসহায় মানুষদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। মহিষাবান ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল জনপ্রতি ১০কেজি করে ২হাজার ৫’শ ৩৭জন অসহায় মানুষের মাঝে এই ভিজিএফ এর চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসারের প্রতিনিধি, ইউপি মেম্বার নাজমা আকতার, আঙ্গুরী বেগম, আমেনা বেগম, নুরুল ইসলাম বাটু, জহুর আহম্মেদ টপি, সুলতান মাহমুদ, আঃ বাছেদ, আঃ কুদ্দুস, শাহজাহান আলী, মাহফুজুর রহমান, ইউপি সচিব তহমিনা আকতারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অপরদিকে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী ফকির জনপ্রতি ১০কেজি করে ১৮৬৫ জনের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেছেন। দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদুল কবীর টনি অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন। নেপালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন। এছাড়া দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদেও অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
Leave a Reply